MRIGI SHAHEED DIANOT DEGREE COLLEGE Students Teachers
প্রতিষ্ঠান প্রধানের বাণী

    MD AYUB ALI KHALASHI

    Principal

    অধ্যক্ষের বাণী
    আবহমান কাল থেকে মানুষ প্রকৃতি থেকে যে জ্ঞান আহরণ করে তারই আরেক নাম শিক্ষা। শিক্ষা তার নিজস্ব গতিতে চলছে। যুগের পরিবর্তিত প্রেক্ষাপটে শিক্ষা হয়ে উঠেছে প্রতিদ্বন্দ্বিতামূখর। প্রতিদ্বন্দ্বিতামূলক শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধও অপরিসীম। এর প্রেক্ষিতেই প্রতিষ্ঠিত হয়েছে মৃগী শহীদ দিয়ানত ডিগ্রি কলেজ। ভালো ফলাফল লাভের পাশাপাশি শিক্ষার্থীদের জ্ঞান, সকল শাখায় দক্ষতার সাথে বিচরণ, ক্রীড়া ও সাংস্কৃতিক তৎপরতা, অভ্যন্তরীণ শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার জন্য ক্যাম্পাস আজ মেধাবী শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত। শুরু থেকেই শিক্ষার্থী, অভিভাবকমহল ও শিক্ষকদের যে সহযোগিতা
    পেয়েছে মৃগী শহীদ দিয়ানত ডিগ্রি কলেজ, ভবিষ্যতেও তা পাবে বলে আমার বিশ্বাস।
     

    মোঃ আইয়ুব আলী
    অধ্যক্ষ
    মৃগী শহীদ দিয়ানত ডিগ্রি কলেজ

    কালুখালী, রাজবাড়ী।