শিক্ষা-দীক্ষার ক্ষেত্রে এ অঞ্চল একসময় ছিল অত্যন্ত অনগ্রসর। এলাকার অধিকাংশ মানুষ দারিদ্রসীমার নিচে জীবনযাপন করত। ফলে ছেলে-মেয়েরা মাধ্যমিক স্তর শেষ করার আগেই পড়াশোনা থেকে ঝরে পড়ত।
এই বাস্তবতা অনুধাবন করে এলাকার সচেতন ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন সরদার ১৯৭২ সালে কালুখালীতে একটি কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেন। কিন্তু হঠাৎ সন্ত্রাসী হামলায় তিনি গুলিবিদ্ধ হলে সেই প্রয়াস সাময়িকভাবে থেমে যায়।
পরে দীর্ঘ প্রতীক্ষার পর ১৯৯৫ সালে বীর মুক্তিযোদ্ধা জনাব আবু হোসেন সরদার এবং এলাকার সর্বসাধারণের সম্মিলিত প্রচেষ্টায় নানা ঘাত-প্রতিঘাত অতিক্রম করে কলেজটির যাত্রা শুরু হয়। এ সময়ে কলেজ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন জনাব হবিবর রহমান।
অবশেষে ২০০০ সালে কলেজটি পূর্ণরূপে প্রতিষ্ঠা লাভ করে এবং ২০০৯ সালে সরকারি স্বীকৃতি অর্জন করে।